আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ রোববার বেলা ১১ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথী ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার সামসুজ্জোহা, পরিবার পরিকল্পনা অফিসার ইসতিয়াক আহমেদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার ২১৭ টি কেন্দ্রে ৬ মাস থেকে এগারো মাস বয়সি ৪ হাজার ২৫৮ জন এবং এক বছর থেকে ৫ বছর বয়সি ২৯ হাজার ২৪৫ জন শিশুকে ভিটামিন খাওয়ানো হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি