আনোয়ারায় আবারো হাতির আক্রমণে মোহাম্মদ সোলাইমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
ভোরে উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নুরপাড়া এলাকার বাসিন্দা সোলায়মান মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন।
হাতিটি তাকে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, কয়েকদিন ধরে ওই ইউনিয়নের মানুষ বন্য হাতির আতংকে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে। গত বছরও আনোয়ারায় হাতির আক্রমণে তিন জনের মৃত্যু হয়েছিল বলে জানায় পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি