চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৯টি স্বর্ণবার ও ২৪০ কার্টন সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
আজ (বৃহস্পতিবার) সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই যাত্রীরা চট্টগ্রামে আসেন।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী পরিচালক মো. রিয়াদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা যাত্রীদের তল্লাশি শুরু করেন।
এসময় কয়েকজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৯টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট উদ্ধার করে কর্মকর্তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি