চট্টগ্রাম জেলায় এ বছর মোট ৭ লাখ ৮৭ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে, সিভিল সার্জন কার্যালয়ে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি আরো জানান, ৪ অক্টোবর চট্টগ্রামের ১৫ উপজেলায় ২শটি ইউনিয়নে সর্বমোট ৭ লাখ ৮৭ হাজার ২৩৩ জন শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবারের ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলার ১৫ উপজেলায় পর্যবেক্ষণ করতে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি