শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের চেয়ে শৃংখলাবোধ সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পতেঙ্গা সমুদ্র সৈকতে কর্ণফুলী রেজিমেন্ট ও চট্টগ্রাম ফ্লোটিলার ব্যবস্থাপনায় বিএনসিসির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, নীতি ও নৈতিকতা, আদর্শ জীবন গঠনে শৃংখলাবোধের গুরুত্ব অপরিসীম। আর শিক্ষার্থীদের এ শৃংখলাবোধ আসবে বিএনসিসির মত কর্মকান্ডের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল শফিকুর রহমান ও চট্টগ্রাম ফ্লোটিলার অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম সোলাইমান প্রিতুল।