বাংলাদেশের বাজারে শিঘ্রই আসছে প্রায় ৯৫ হাজার টাকা দামের স্যামসাং গ্যালাক্সি নোট-৯। আর তাই গ্রামীণফোন স্যামসাং-এর সহযোগিতায় গ্যালাক্সি নোট-৯ এর প্রি-অর্ডার নেয়া শুরু করেছে। আগামী ২ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত এটি চালু থাকবে।
গ্রামীণফোন সূত্রে জানা গেছে, গ্রামীণফোন অনলাইন শপ, জিপি এন্টারপ্রাইজ মার্কেট এবং গ্রামীণফোন সেন্টারের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে।
গ্যালাক্সি নোট ৯ পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক, ওশান ব্লু এবং মেটালিক কপার এই তিনটি রঙে। এই ফোনের দাম হবে ৯৪ হাজার ৯০০ টাকা, যা প্রি-অর্ডার করতে ১০ হাজার টাকা দিতে হবে।
প্রি-অর্ডার করলে গ্রাহকরা কনভার্টিবল ওয়্যারলেস চার্জার অথবা জেবিএল ফ্লিপ ৪ কিংবা নোট ৯ জেতার সুযোগ পাবেন।
এছাড়াও, থাকছে ১ বছরের ওয়ারেন্টিসহ একবার বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা এবং ৬ থেকে ৩৬ মাসের সুবিধাজনিত কিস্তির ব্যবস্থা। গ্রামীণফোনের গ্রাহকরা পাবেন সাত দিন মেয়াদে বিনামূল্যে ৯ জিবি ইন্টারনেট এবং সাত দিন মেয়াদি ৪ জিবি ইন্টারনেট কিনতে পারবেন মাত্র ৯৯ টাকায়।
হ্রাসকৃত মূল্যে ইন্টারনেট কেনার এই অফার গ্রাহকরা উপভোগ করতে পারবেন পরবর্তী ৩ মাসে ৬ বার। এছাড়াও, গ্রামীণফোন চ্যানেলে প্রি-বুক করলে গ্রাহকরা আরো পাবেন বিনামূল্যে ০১৭১১ সিরিজের ফোর-জি সিম।
গ্যালাক্সি নোট ৯ তার উৎকর্ষের দীর্ঘ ঐতিহ্য ধরে রেখেছে। ফোনটিতে যুক্ত হয়েছে ব্লুটুথসহ নতুন এস পেন এবং স্যামসাংয়ের এখন পর্যন্ত সবচেয়ে ইন্টেলিজেন্ট ক্যামেরা। গ্যালাক্সি নোট ৯ তার গ্রাহকদের অন্যদের চেয়ে এগিয়ে রাখবে এবং তাদের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি