ভুল তথ্য প্রচার করার অভিযোগে ৬০০ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক কতৃপক্ষ বলছে ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার অজুহাতে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি কোম্পানি অভিযোগ করেছে বহুসংখ্যক পেইজ, গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। ইরান ও রাশিয়াকেন্দ্রিক এসব পেইজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে সমন্বিত ভুল তথ্য প্রচার করা হতো।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এসব অ্যাকাউন্টের কর্মকর্তারা জনগণকে ভুল পথে পরিচালিত করছিলেন। বন্ধ করে দেয়া অ্যাকাউন্টের মধ্যে একটি রয়েছে ইরানি অ্যাকাউন্ট যার নাম ‘কোয়েস্ট ফর ট্রুথ’। এ অ্যাকাউন্ট থেকে জনগণের সামনে ইসলামি মূল্যাবোধ তুলে ধরা হতো।
ফেইসবুক কর্তৃপক্ষ আরো বলেছে, আমরা এমন কিছু পেইজ, গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি যা রাশিয়ার সেনা গোয়েন্দার সংস্থার সঙ্গে সম্পর্কযুক্ত এবং মার্কিন সরকার আগেই তা চিহ্নিত করেছিল।
নিউজ ডেস্ক, বিজয় টিভি