যুক্তরাষ্ট্রের গবেষকরা একটি কম্পিউটার প্রযুক্তি আবিষ্কারে সক্ষম হয়েছেন যা দিয়ে ঠেকানো যাবে গুজব।
জানাগেছে, খবরের ভাষার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে ভুয়া খবর সনাক্ত করার এই প্রযুক্তি বার্তা সংস্থা এবং সামাজিক মাধ্যমগুলোকে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে সাহায্য করবে।
ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক রাডা মিহালসির নেতৃত্বে একদল গবেষক এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
মিহালসি বলেন, অনেক সময় একটি সাইটে ক্লিকের সংখ্যা বাড়াতে এবং মানুষের মতামতকে প্রভাবিত করতে ভুয়া খবর তৈরি করা হয়। নতুন উদ্ভাবিত স্বয়ংক্রিয় প্রযুক্তিটি বিভিন্ন ওয়েবসাইট এসব ভুয়া খবর সনাক্ত করতে সহায়তা করতে পারে।
এই প্রযুক্তি বা অ্যালগরিদম ৭৬ শতাংশ ক্ষেত্রে ভুয়া খবর সনাক্ত করতে সক্ষম হয়েছে। আগামী ২৪ আগস্ট সান্টা ফের একটি আন্তর্জাতিক সম্মেলনে এই গবেষণাটি উপস্থাপন করা হবে।
বিজয় টিভি/ নিউজ ডেস্ক