দিনাজপুর ফুলবাড়ী উপজেলা আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃতিসন্তান ডাঃ আনোয়ার হোসেন নিজেস্ব মেধায় এবং দেশীয় প্রযুক্তিকে কাজে লেগে শল্প ব্যয়ে তৈরী করেন‘‘আধুনিক ধান মাড়াই মেশিন’’আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী ও কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ।
অনান্যদের মধ্যে উপস্থতি ছিলেন উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা শফিফুল ইসলাম।
ডাঃ আনোয়ার বলেন,আধুনিক ধান মাড়াই মেশিন আমাদের দেশে এখনো তৈরি হয়নি,সে কারনে আমার তৈরী বাংলাদেশের প্রথম মেশিন। যেখানে ধানের আটি খোলার প্রয়োজন নেই,সে কারনে কৃষকের শ্রমিক খরচ কম হবে এবং কোনো কিছুর ঝামেলা থাকবেনা ।
কৃষি কর্মকর্তা হামিম আশরাফ বলেন,ডাঃ আনোয়ার পূর্বেই হারবস্টোর মেশিন,২য় আবিস্কার রিমোট চালিত পাওয়ারট্রিলার তৈরী করে জাতীয় পুরস্কার অর্জন করেছেন। এবার আধুনিক ধান মাড়াই মেশিন আবিস্কার করেছেন এতে কৃষকের অনেক খরচ কমবে এবং লাভ হবে।
উপজলো নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন,ডাঃ আনোয়ার হোসেন এর বাংলাদেশে নতুন আবিস্কার“আধুনিক ধান মাড়াই মেশিন” উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো ,সারাবাংলাদেশ এই অত্যাধুনিক আবিস্কার কিভাবে পরিচিত হয় সে বিষয়ে উদ্যোগ গ্রহন করানো হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি