বাংলাদেশের বাজারে ‘হুয়াওয়ে ওয়াচ ফিট’ নামের নতুন স্মার্টওয়াচ আনছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
অ্যামোলিড এইচডি ডিসপ্লের ১.৬৪ ইঞ্চির এ ঘড়িটি সোমবার থেকে হুয়াওয়ের অনুমোদিত বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে।
ফিটনেসের ওপর গুরুত্ব দেয়া এ ঘড়িটি ঘুমের সময় কবজিতে পরে থাকলে ব্যবহারকারীর হৃদস্পন্দন পর্যবেক্ষণ করবে। হার্ট রেট পরিমাপের জন্য হুয়াওয়ের নিজস্ব ট্রুসিন ৪.০ এবং ট্রুস্লিপ ২.০ প্রযুক্তি রয়েছে এতে। ঘুমের অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি, শ্বাস-প্রশ্বাসের গুণগতমান বিশ্লেষণ এবং রেস্টিং হার্ট রেট ও রক্তে অক্সিজেন প্রবাহসহ রিয়েল টাইম হার্ট রেট পর্যবেক্ষণ করবে। এ ছাড়া এ ডিভাইসটি থেকে ২৪ ঘণ্টার হার্টরেটের একটি ইনফোগ্রাফিক ডাটা পাওয়া যাবে।
ঘড়িটি ব্যবহারকারীকে ব্যক্তিগত প্রশিক্ষকের মতো স্বাস্থ্য সুরক্ষায় দিকনির্দেশনা দিতে এর ইন্টেলিজেন্ট প্রযুক্তি ৪৪টি শারীরিক ভঙ্গি শনাক্ত করতে পারে। যার মাধ্যমে ১২টি আলাদা ওয়ার্কআউট পূরণ করা যাবে। গ্যাজেটটির স্ট্যান্ডআপ রিমাইন্ডার ব্যবহারকারীদের সব সময় অ্যাকটিভ রাখতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। অন্যান্য ফিটনেস ফিচার হিসেবে এতে এনিমেটেড ফিটনেস কোর্স ও অসংখ্য ভিন্নধর্মী ওয়াচ ফেস ডিজাইন অপশন রয়েছে, যা হুয়াওয়ের ওয়াচ ফেস স্টোর থেকে নামিয়ে নেয়া যাবে।
দেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ ফিটের দাম পড়বে ৯ হাজার ৯৯৯ টাকা।