বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন রেটিং পয়েন্ট বাস্তবসম্মত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে, রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী আরো বলেন, দেশে যেভাবে টিআরপি দেয়া হচ্ছে, সেটা ভৌতিক। এখানে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে। সেজন্য ইতোমধ্যে একটা কমিটি হয়েছে, কমিটি বেশ কয়েকটা বৈঠক করেছে। আমরা খুব সহসা সমাধানে পৌঁছাবো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এ ব্যাপারে সম্পূর্ণ টেকনিক্যাল সাপোর্ট দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে।
এ সময় সংবাদকর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করার জন্য টিভি চ্যানেল মালিকদের অনুরোধও জানান তিনি।