দুটি সিনেমা, দুটি ওয়েব সিরিজ; নাজিফা তুষির ক্যারিয়ার বলতে এটুকু। তবে ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে নিজেকে তিনি আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন। ছবির একমাত্র এবং রহস্যময়ী নারী চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন। যদিও এরপর তার কর্মব্যস্ত সময় পার করার কথা, কিন্তু অদ্ভুত নীরবতায় ডুব দিয়ে আছেন এ অমিতসম্ভাবনাময়ী।
এই নীরব সময়ের পুরোটাই নিজেকে দিচ্ছেন তুষি। ঘুরে বেড়াচ্ছেন দিগ্বিদিক। আর সেসব ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করছেন সোশ্যাল হ্যান্ডেলে। কখনও নীল সমুদ্রে, কখনও আলোয় ঘেরা নগরে দেখা মিলছে তুষির। কিন্তু প্রতিটি ফ্রেম কিংবা উদযাপনে তিনি একা!
এ নিয়ে প্রশ্ন হতে পারে, তাহলে নাজিফা তুষির ছবিগুলো তুলছে কে? তার এই বিশেষ সফরগুলোর সঙ্গী কে বা কারা? দুই দুই চার মিলিয়ে সেই উত্তরের কিছুটা কিনারা পাওয়া গেলো।