গত বছরের ১৪ ফেব্রুয়ারি টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী রাজ বিয়ে করেছেন। এবার কাঞ্চনের গোপন কথা ফাঁস করেছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে তা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কাঞ্চন শুটিংয়ের পাশাপাশি রাজনৈতিক কাজকর্ম নিয়ে ব্যস্ততম সময় পার করছেন। এসব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে বর্তমানে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রীময়ী। যেখানে শারীরিক অবস্থার খোঁজখবর দিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন অভিযোগও। ‘অবাধ্য’ কাঞ্চনের গোপন কথাও ফাঁস করেছেন অভিনেত্রী।
শ্রীময়ী জানান, কাঞ্চন গুরুতর অসুস্থ হননি। গত ১৩-১৪ তারিখ থেকে শুটিংয়ের অনেক চাপ ছিল। দিনরাত জেগে শুটিং করছিলেন কাঞ্চন। ১৫ তারিখ থেকে পেটের সমস্যা দেখা দেয়।
১৬ তারিখ রাত জেগে ‘রক্তবীজ ২’র শুটিং করছিলেন। সেই সময় ফোনে স্ত্রীকে জানান, শরীর খারাপ। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে বর্তমানে একেবারে সুস্থ কাঞ্চন। ফের কাজেও যোগ দিয়েছেন।
এই ভিডিও শেয়ার করেই কাঞ্চনের গোপন কথা ফাঁস করেছেন শ্রীময়ী। তিনি বলেন, ‘কাঞ্চন খুব অবাধ্য।’ কেন এমন দাবি করলেন কাঞ্চন ঘরনি? তিনি জানান, কাঞ্চন যখন শুটিংয়ে যান তাকে বাড়ি থেকে খাবারদাবার দিয়ে দেওয়া হয়।
তা সত্ত্বেও নাকি সে খাবার খেতে চান না অভিনেতা। তেল-মশলাযুক্ত খাবারেই মন তার। কখন প্রোডাকশনের কাউকে দিয়ে কিংবা অর্ডার করা খাবার কিনে খেতেই ভালোবাসেন কাঞ্চন। সে কারণেই অসুস্থতা।