বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি বলিউড তারকা হৃতিক রোশনের নতুন সিনেমা ‘ওয়ার টু’। ছবিটি মুক্তির পর থেকেই এর ব্যর্থতা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সে প্রসঙ্গে মুখ খুলেছেন হৃতিক রোশন নিজেই। জানিয়েছেন, সিনেমাটি করার সময় তিনি একধরনের অস্বস্তিতে ভুগছিলেন।
হৃতিক সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই অনুভূতির কথা জানান। লেখেন, ‘ওয়ার টু-এর প্রধান চরিত্র ‘কবির‘-এ অভিনয় করা তার কাছে বেশ সহজ মনে হয়েছিল। আর এই চরিত্রটি তার কাছে খুব পরিচিত ছিল; তাই ভেবেছিলেন কাজটি সহজে হয়ে যাবে।
হৃতিক জানান, তবে এই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ভেতরে ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল, যা তিনি উপেক্ষা করেছিলেন। জানান, হয়তো শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করেছিলেন, যা সাধারণত তার অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে থাকে।
হৃতিকের এই অকপট স্বীকারোক্তি তার ভক্তদের কাছে প্রশংসা কুড়িয়েছে। তারা সামাজিক মাধ্যমে হৃতিককে সমর্থন করেছেন।
‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। সিনেমাটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর এটি বিশ্বব্যাপী মাত্র ৩৬৪ কোটি রুপি আয় করে।
তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রথম কিস্তি ‘ওয়ার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে সিক্যুয়েলটি তেমন সাড়া ফেলতে পারেনি।