ভারতের মুম্বাই বিমানবন্দরে হঠাৎ দেখা মিলল বলিউডের প্রাক্তন প্রেমিক তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের। দেখা হওয়ার পর একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতেও দেখা যায় দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে; আর এই অপ্রত্যাশিত মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
এক সময় রণবীর কাপুরের ও দীপিকার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। দুজনই এখন বিবাহিত এবং নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। রণবীর যেমন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের কন্যা রাহাও এখন বেশ বড়। অন্যদিকে দীপিকা অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী এবং তাদের কন্যা দুয়া।
সম্প্রতি এই দুই তারকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দীপিকা একটি গাড়িতে বসে আছেন এবং সেখানে রণবীর কাপুর প্রবেশ করছেন। রণবীরকে দেখে দীপিকা উঠে দাঁড়ান এবং তাকে আলিঙ্গন করেন। শুধু তাই নয়, দীপিকা নিজের পাশে রণবীরকে বসার জন্য জায়গা করে দেন।
এই দৃশ্য দেখে নেটিজেনরা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় জুটি ‘নয়না’ ও ‘বানি’র কথা স্মরণ করেছেন। তাদের পুরোনো বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানবোধ আবারও অনুরাগীদের মুগ্ধ করেছে।