বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ করছেন বায়োপিক। যার নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুর সংগ্রামী এবং বর্ণাঢ্যময় জীবনের কোন বিষয়গুলো ছবিতে উঠে আসবে, তা এখনো প্রকাশিত নয়। তবে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ সব বিষয় উঠে আসবে এই সিনেমায়।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবির গুরুত্বপূর্ণ সব চরিত্রের অনেকগুলোই নির্ধারিত হয়ে গেছে। এখন শুধু শুটিং শুরুর অপেক্ষা।
রাষ্ট্রীয় উদ্যোগে সিনেমা নির্মাণের পাশাপাশি ব্যাক্তি উদ্যোগেও নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সিনেমা। ‘চিরঞ্জীব মুজিব’ নামের ছবিটি নির্মাণ করছেন জুয়েল মাহমুদ।
১৯৪৭ সাল থেকে ১৯৫২ সালের প্রেক্ষাপট উঠে আসবে সিনেমায়। এই সময়ে বঙ্গবন্ধুর জীবন ও দেশের জন্য তার রাজনৈতিক লড়াই কেমন ছিল, সেটা তুলে ধরা হবে। সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আহমেদ রুবেল এবং বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে আছেন পূর্ণিমা।
মুজিববর্ষে শুধু বঙ্গবন্ধুর জীবনী নিয়েই নয়, সিনেমা নির্মত হচ্ছে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলকে নিয়েও। ছবির নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। ছবিটির পরিচালক সালমান মুক্তাদির।
ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরুক মুন্সি। আর শেখ রাসেলের চরিত্রে অভিনয় করছেন রোহান। অভিনেত্রী মৌসুমীকে দেখা যাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি