করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়ে গেছে টালিগঞ্জের সমস্ত শুটিং।
মঙ্গলবার নন্দনে পূর্তমন্ত্রী এবং ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি এই সিদ্ধান্তের কথা জানান। ১৮ থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।
সম্প্রতি আফ্রিকা থেকে ভারতে ফিরেছেন নির্মাতা সৃজিত মুখার্জী। ভারতে ফিরেই স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই নির্মাতা।
‘কাকাবাবু’ সিরিজের শুটিং শেষ করে বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে নামেন সৃজিতসহ পুরো ‘কাকাবাবু’ টিম। এসময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সৃজিত ও ‘কাকাবাবু’র কেন্দ্রীয় চরিত্র প্রসেনজিত মুখার্জী। মুখ ঢেকেই কথা বলেন তারা। করোনা সংক্রমণের সতর্কতায় আগামি ৭ থেকে ১৪ দিন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত জানান এই দুই তারকা।
বুধবার লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন জিৎ এবং তাঁর ‘বাজ়ি’ ছবির ইউনিট। বিমানবন্দরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও সকলকে হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। জিৎ ও তাঁর টিমের সদস্যরা সেটা মেনেও নিয়েছেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি