গেন্দা ফুল শিরোনামের একটি গান অনলাইনে প্রকাশ পেয়েছে ২৬ মার্চ। যেখানে ভারতের বাদশার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পায়েল দেব। গানটিতে মডেল হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
গানটি প্রকাশের পর পরই তা সবার পছন্দের হয়ে উঠেছে। একইভাবে গানটি নিয়ে চলছে সমালোচনাও।
সমালোচনা এই যে, বাংলা গানের কথাগুলো লিখেছেন রতন কাহার। কিন্তু তার নাম কোথাও ব্যবহার করা হয়নি। বিষয়টি নিয়ে সামালোচনা শুরু হতে তা চোখে পড়ে কণ্ঠশিল্পী বাদশা’র। তিনি সম্প্রতি মুখ খুলেছেন বিষয়টি নিয়ে।
আত্মপক্ষ সমর্থন করে বাদশা তার টুইটার হ্যান্ডেলে জানান, ‘একজন শিল্পী হিসেবে কখনও কারও কৃতিত্ব ছিনিয়ে নেয়ার কথা ভাবেননি তিনি। গানটি কে লিখেছেন সেটা জানার তিনি চেষ্টা করেছেন। একটি প্রামাণ্যচিত্রে উল্লেখ আছে গানটি রতন কাহারের লেখা। কিন্তু রেকর্ড অনুযায়ী এটি একটি বাংলা লোকসংগীত।
বাদশার আহ্বান, ‘রতন কাহারের কাছে যেতে চাই আমি। তিনিও চাইলে আমার কাছে আসতে পারেন। লকডাউন না থাকলে তার সঙ্গে গিয়ে দেখা করতাম। তাকে যেকোনও উপায়ে সহায়তা করতে পারলে ভালো লাগবে। আমি চাই, অন্যরাও লোকশিল্পীদের পাশে দাঁড়াবেন।’
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি