ব্লাড ক্যানসারে আক্রান্ত দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। গত বছরের সেপ্টেম্বর থেকে উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন সিঙ্গাপুরের। গত সাত মাস ব্যাপী একনাগাড়ে চলছে তাঁর ব্যয়বহুল চিকিৎসা ।
ইতিমধ্যে ছয়টি ধাপে কেমো নেওয়া শেষ হয়েছে তার। কথা ছিল মার্চের শেষে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দেশে ফেরা হচ্ছে না। বুধবার থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নতুন করে শুরু হয়েছে তাঁর রেডিওথেরাপি ।
গতকাল দুপুরে এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু গণমাধ্যমকে বলেন, প্রথম পর্যায়ের নির্ধারিত সব কেমো দেওয়ার পর পরীক্ষা করে দেখা যায়, এখনো এন্ড্রু কিশোরের শরীরে ক্যানসারের প্রভাব রয়ে গেছে। এ পর্যায়ে পুরো এপ্রিল মাসজুড়ে চিকিৎসকেরা তাঁর শরীরে নতুন করে মোট ২০টি রেডিওথেরাপি শুরু করেছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসে দেশে ফিরতে পারেন এন্ড্রু কিশোর। তবে আগের তুলনায় এখন এন্ড্রু কিছুটা ভালো আছেন বলে জানান লিপিকা ।
লকডাউন দেশে ঘরে বসে বসে কেউ বই পড়ছেন, কেউ রান্না করছেন কেউবা শুনছেন গান বা দেখছেন সিনেমা। কিন্তু আর কতো এভাবে সময় কাটাতে কাটাতে বিরক্ত হয়ে গেছেন অনেকে। তাদের জন্য এবার নতুন গান নিয়ে এসেছেন জলের গানের রাহুল আনন্দ।
‘অবরুদ্ধ দিনের গান’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন শাওন আকন্দ। গত ৩০ মার্চ জলের গান ফ্যান ক্লাবের ফেসবুক পেজে গানটি আপলোড করেন গায়ক রাহুল আনন্দ।
তবে রাহুল আনন্দ জানিয়েছে ‘অবরুদ্ধ দিনের গান’ কোনো ব্যানারের গান নয়, অর্থাৎ জলের গান ব্যান্ডের গান নয়। এটি মানুষের গান, সবার গান।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি