বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ বাড়ছে দিনদিন। সাথে সাথে বাড়ছে মানুষের প্রিয় হারানোর যন্ত্রণা। করোনা কালিন এই সময়টা যেন প্রত্যেকের জন্য ভয়াবহ যুদ্ধের দিন যাপন। এই বুঝি খবর আসবে প্রিয় মুখটির সঙ্গে চির বিচ্ছেদের।
সুস্থভাবে বেঁচে থাকার যুদ্ধে ভীতসন্ত্রস্ত মানুষগুলোকে উৎসাহ দিতে গানচিল মিউজিক আয়োজন করেছে ‘যখন যুদ্ধে আছি’ শিরোনামের একটি যৌথ গানের। যেখানে অংশ গ্রহণ করেছেন কণ্ঠশিল্পী মাহাদী, এলিটা করিম, পড়শী ও মাহাতিম শাকিব।
(ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)
https://youtu.be/M7r4jgVB7XU
নিউজ ডেস্ক/বিজয় টিভি