তার পুরো নাম ‘মোহাম্মদ আমির হোসেইন খান’। ১৯৮৪ সালে অভিনীত প্রথম ছবি ‘হোলি’র ক্রেডিট লাইনেই ব্যবহার করা হয়েছিলো পুরো নামটা। তারপর থেকে বছরের পর বছর বলিউড তাঁকে চেনে চকলেট বয় আমির খান নামে। মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানকে বলা হয়, বয়স ধরে রাখার ওস্তাদ। এখনো কলেজছাত্রের অভিনয়ে মানিয়ে যান খুব সহজে।
কিন্তু গত ২১ জুন বাবা দিবসে ছোট ছোট করে কাটা সাদা চুল আর চোখে মোটা ফ্রেমের চশমায় ধরা দিয়েছেন ‘চকলেট বয়’ আমীর খান। বাবাকে ভালোবাসে জড়িয়ে ধরে মেয়ে ইরা খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ছবির কল্যাণেই ভক্ত মহলে আলোড়ন তুলেছে মিস্টার পারফেকশনিস্টের এই নিউ লুক।
যথারীতিই ইরার পোস্ট করা ছবিতে হাজার হাজার লাইক আর কমেন্টসে ভরে গেছে। ফাতিমা সানা শেখ লিখেছেন, ‘কী সুন্দর ছবিটা।’ কেউ কেউ লিখেছেন, ‘উফ, কী সুন্দর ছবি!’ কেউবা আবার লিখেছেন, ‘আমিরকে খুব ভালো লাগছে, সব সময়ই যেমনটা লেগে থাকে।
লকডাউনের শুরু থেকেই একসঙ্গে রয়েছে আমির খানের পরিবার। আমীর কন্যা ইরা নিয়মিতই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন নানান আপডেট। কখনো কিরণ রাওয়ের সঙ্গে তো কখনো আবার আজাদ রাও খানের সঙ্গে ছবি পোস্ট করছেন ইরা।
আমির খান ও তার প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা খান। ২০০২ সালে ১৫ বছরের দীর্ঘ দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন আমির-রিনা। তবে বাবা আমিরের সঙ্গে শুরু থেকেই সুসম্পর্ক বজায় রয়েছে সন্তানদের।
স্রেফ অভিনেতার গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখেননি মিস্টার পারফেকশনিস্ট আমীর। একাধারে নির্মাতা, প্রযোজক, প্লেব্যাক সিঙ্গার তিনি ‘কেয়ামত সে কেয়ামত তাক’, ‘গজনি’র মতো চার্ট ব্লাস্টার মুভির কো-রাইটারও। বক্স অফিসে আমির খানের পরবর্তী ছবি হতে চলেছে কালজয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল হিন্দি রিমেক ‘লাল সিং চড্ডা’।