১৯৫৮ সালের ২৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের গ্যারে শহরে জন্ম হয় জ্যাকসন পরিবারের ৮ম সন্তান মাইকেল জোসেফ জ্যাকসনের। ‘জ্যাকসন ফাইভ’ নামে জ্যাকসন পরিবারের ছোট একটা সংগীতের দল ছিল। যার কর্ণধর ছিলেন পরিবারের অভিভাবক জসেফ জ্যাকসন। ৫ বছর বয়স থেকেই পরিবারের ‘জ্যাকসন ফাইভ’ দলে পেশাদার সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন মাইকেল।
১৯৭১ সাল থেকে একক ভাবে শিল্পী হিসাবে গান গাইতে শুরু করেন মাইকেল জ্যাকসন। ১৯৮০ এর দশকে মাইকেল মার্কিন সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌছান। প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীত শিল্পী হিসেবে এমটিভিতে সর্বাধিক জনপ্রিয়তা পান তিনি। তার গাওয়া গানের ভিডিওর মাধ্যমেই প্রসার ঘটেছিলো এমটিভির।
তারপর ছুঁলেন আকাশ চুম্বী জনপ্রিয়তা। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত এলবামের সঙ্গীত শিল্পীদের অন্যতম মাইকেল জ্যাকসন। মাইকেলের গাওয়া অফ দ্য ওয়াল , থ্রিলার , ব্যাড , ডেঞ্জারাস এবং হিস্টরি সঙ্গীত অ্যালবাম গুলো এখনও বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে রয়েছে। তাইতো তাকে আখ্যায়িত করা হয় কিং অফ পপ হিসেবে।
সঙ্গীত, নৃত্য এবং ফ্যাশন জগত ও লাইফস্টালের জন্য সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন মাইকেল। তার নাচের কৌশলগুলোও লাভ করে ব্যাপক জনপ্রিয়তা । মাইকেলের জনপ্রিয় নাচের মধ্যে রোবোট, ও মুনওয়াক রয়েছে। সামনের দিকে হাঁটার দৃষ্টিভ্রম সৃষ্টি করে পিছনে যাবার ভঙ্গিমা হল তার জনপ্রিয় নৃত্য কৌশল মুনওয়াক ।
পৃথিবীর সর্বপ্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে তিনি গান লেখক,নাচের “আর এন বি” হল অফ ফেইমে যায়গা করে নিয়েছেন। সঙ্গীত জগতের কেউ এত ক্যাটাগরিতে হল অফ ফেইমে নিজেকে নিতে পারেন নি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে মাইকেল জ্যাকসন সর্বকালের সবচেয়ে সফল শিল্পী এবং এখনও পর্যন্ত সবচেয়ে বেশি এওয়ার্ড ও নোমিনেশন পাওয়া তারকা।
এছাড়াও গিনেস বুক অফ ওয়ার্লড তাকে বিশ্বরেকর্ড এ ভুষিত করেছে বিনোদন জগতের সবচেয়ে বেশি দানশীল মানুষ হিসেবে। তার দানকৃত অর্থের পরিমাণ ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের এর বেশি।
প্রায় ৪০ বছর ধরে সারাবিশ্বে বিখ্যাত হয়ে থাকা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ক নৃত্যশীল্পি ২০০৯ সালের আজকের এই দিনে আকস্মিক ভাবে বিদায় জানান পৃথিবীকে। তার মৃত্যুতে আলোড়ন পরে যায় সারা পৃথিবীতে। সারা বিশ্বে আত্মহত্যা করেন তার ১৭ জন ভক্ত।
ওয়েবসাইটে তার মৃত্যুর খবর নিশ্চিত করার সবজায়গায় খুবই দ্রত ছড়িয়ে পড়ে। ফলে এক প্রকার ভেঙে পড়ে পৃথিবীর ইন্টারনেট ব্যাবস্থা । “Michael Jackson” শব্দটি এত বেশি ইনপুট হয় যে ভাইরাস আক্রান্ত হয়ে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে গুগল। দায়িত্বে খামখেয়ালি করার কারণে তার মৃত্যুর জন্য দায়ী করে মার্কিন চিকিৎসক ডঃ কনরাড মারেকে ৪ বছরের কারাদণ্ড দেয় মার্কিন আদালত।
বিশ্ব সেরা সুপারস্টার কিং অফ পপ মাইকেল জ্যাকসনের ১১ তম প্রয়াণ দিবসে বিজয় টিভির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি