গত ১৪ জুন নিজ বাড়িতে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের আত্মহত্যাকে ঘিরে নানান রকম প্রতিক্রিয়া হয়েছে পুরো বলিউড ইন্ড্রাস্ট্রিতে। তাঁর রেশ পড়েছিল টালিউডেও। ঢাকাই সিনেমার অনেকেই বেদনার্ত হয়েছেন সুশান্তের জন্য।
সম্প্রতি প্রয়াত এই অভিনেতার স্মরণে হিন্দি গান গেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। মূলত সুশান্তকে ট্রিবিউট দিতেই ইমরানের এই আয়োজন।
সুশান্ত অভিনীত ২০১৯ সালে মুক্তি পাওয়া ছিচোরে ছবির একটি গান নিজের নিজেই গেয়ে প্রকাশ করেছেন ইউটিউবে। অমিতাভ ভট্টাচারিয়ার লেখা গানটির সংগীত পরিচালনায় ছিলেন প্রীতম এবং গানটির মুল শিল্পী অরিজিৎ সিং।
২০০৮ সালে চ্যানেল-আই সেরা কণ্ঠতে প্রথম-রানার্স আপ হয়েছিলেন ইমরান। জনপ্রিয় সংঙ্গীত শিল্পী আরেফিন রুমির সংগীত পরিচালনায় ২০১৬-এ বসগিরি চলচ্চিত্রে গান গাওয়ার মধ্যদিয়ে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রপকাশ করেন।
এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্য হিন্দি ভাষায় গান করেন ইমরান। ভাইরাল টুডে এর ব্যানারে ২০১৮ সালে শারুখের জনপ্রিয় সব গানের ম্যাশআপ তৈরি করেছিলেন তিনি।
সুশান্তের জন্য গাওয়া গানটিকে পুনরায় তৈরি করেছেন তন্ময় মাহমুদুল। আর মিক্সিঙের কাজ করেছেন ইমরান নিজেই।
নিউজ ডেস্ক/বিজয় টিভি