বাংলাদেশের রপ্তানি খাতের উল্লেখযোগ্য শিল্প গুলোর মধ্যে রয়েছে পোশাক শিল্প। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি রয়েছে বাংলাদেশের পোশাক খাতের। সম্প্রতি জানা গেছে হলিউড তারকা কাইলি ও তার বোন কেনডাল জেনার যুক্ত রয়েছেন বাংলাদেশের পোশাক ব্যবসার সঙ্গে।
সম্প্রতি ফ্যাশন ওয়াচডগ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডায়েট প্রাডা ও ফ্যাশনবিষয়ক খ্যাতনামা ওয়েবসাইট রিমেক-এ অভিযোগ আসে, ফ্যাশন কোম্পানির সংগঠন গ্লোবাল ব্র্যান্ডস গ্রুপ (জিবিজি) করোনা মহামারিতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর পাওনা টাকা পরিশোধ করছে না। ফলে বেতন পাচ্ছে না সেখানকার শ্রমিকরা!
এই ইস্যুতে অভিযুক্ত বিদেশি প্রতিষ্ঠানের তালিকায় তাদের নাম আসে কেনডাল+কাইলি ব্র্যান্ডের। জানা যায় তাদের প্রতিষ্ঠান বাংলাদেশে থেকে ব্যাপক পরিসরে তৈরি পোশাক সংগ্রহ করে থাকে। তবে অভিযোগ অস্বীকার করে এই তারকারা জানান, বাংলাদেশে অভিযুক্ত বায়িং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের দুই বোনের গড়া কেনডাল+কাইলি ব্র্যান্ডের সম্পর্ক বহু আগেই ছিন্ন হয়েছে।
কাইলি ও কেনডালের দেওয়া তথ্য মতে, জিবিজি-এর সঙ্গে আগে কাজ করলেও তাদের সঙ্গে এখন কোনও সম্পর্ক নেই। তারা এখন কানাডা ইনকের সঙ্গে যুক্ত। তাই জিবিজি যদি টাকা পরিশোধ না করে থাকে তার দায় তাদের নয়।
২০১৯ সালের মার্চে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনে বিলিয়নিয়ারদের তালিকায় উঠে আসে মডেল ও ব্যবসায়ী হিসেবে স্বীকৃত কাইলি জেনারের নাম। মাত্র ২১ বছর বয়সেই আত্মনির্ভরশীল নারী হিসেবে তিনি এই তালিকায় স্থান পান। অপরদিকে সুপার মডেল কেনডাল জেনার। বোনের সঙ্গে একই ব্যবসায় জড়িত তিনিও।
নিউজ ডেস্ক/বিজয় টিভি