অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। হাজারো বিতর্কের মাঝেই প্রকাশ পেল ‘সড়ক ২ সিনেমার ট্রেলার। তাও প্রত্যাশিত তারিখের এক দিন পর। ১৯৯১ সালের ছবি ‘সড়ক সিনেমার আমেজ রেখেই সিক্যুয়েল গড়েছেন পরিচালক মহেশ ভাট। ট্রেলারেই মিলল তার ইঙ্গিত। দু’দশক আগের সেই ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে ‘সড়ক ২ র গল্প।
প্রেমিকার মৃত্যুর পর বেঁচে থাকার আশাই হারিয়ে ফেলেছে সঞ্জয় দত্ত । নব্বই দশকের স্ক্রিন কাঁপানো সেই হিট জুটি- সঞ্জয় দত্ত এবং পূজা ভাট। সেই রোম্যান্স, আবেগের রেশ ধরেই সিক্যুয়েলের শুরু।
সেই সময় সঞ্জয় দত্তের জীবনে একটা খোলা হাওয়ার মতো হাজির হয় আর্য। যে ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। তাঁরা দুজন আদিত্য রয় কাপুরের সঙ্গে বেরিয়ে পড়েন নিজেকে আবিষ্কার করবার এক যাত্রাপথে। গন্তব্য কৈলাস পর্বত।
সেখানেই আর্য কে হত্যা করতে চায় একজন গুরু। এভাবেই সড়ক যাত্রার নানা বাঁকে বিভিন্ন গল্পের মাধ্যমে এগিয়ে যায় ছবিটি।
বলিউডের সাম্প্রতিক নেপোটিজম এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিতর্কের জন্য সামাজিকমাধ্যমে সিনেমাটি বয়কট করার ডাকও দিয়েছেন সুশান্তের অনেক ভক্ত। ফলে আলোচিত সিনেমাটি বাণিজ্যিকভাবেও ফ্লপ হবে বলেই ধারণা করছেন অনেকেই। ইউটিউবেও তাই লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যা বেশি। ছবিটি ২৮ আগস্ট ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি