জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে অর্ন্তজালে প্রকাশ পেয়েছে বাবা শিরোনামের একটি গান। গতানুগতিকতা থেকে বেরিয়ে গানটির কথা ও ভিডিওতে বঙ্গবন্ধুর দুই কন্যার ব্যাক্তিগত বেদনার গল্প তুলে ধরা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে নির্মিত হয়েছে গীতিচিত্রটি।
১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের বেঁচে যাওয়া সন্তানদের প্রতি উৎসর্গ করা হয়েছে গানটি। ‘বাবা’ গানটির গীতিকার ও সুরকার রেমন্ড সালোমন এবং গানটি গেয়েছেন নাফিসা শামা। সঙ্গীত পরিচালনা করেছেন জেমস ইংলান্ড।
মিউজিক ভিডিওটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতীকী রূপে অভিনয় করেছেন যথাক্রমে রহমতউল্লাহ, নাফিসা শামা এবং ফিত্রিয়া পূর্বাওয়াতি।
রেমন্ড সালোমন জানান, একটি গল্প তাকে খুব নাড়া দিতো। সেটি হলো নিহতদের বেঁচে যাওয়া সন্তানদের ব্যাক্তিগত বেদনার গল্প। যাদের শৈশব, কৈশর ও যৌবন কাটতে পারত আরও দশ জনের মতো। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের কারণে তাদের জীবন তৈরি হয় শূন্যতা। “বাবা” গান এবং গীতিচিত্র সেই শূন্যতাকে প্রতিফলিত করার চেষ্টা করা হয়েছে মাত্র।