নিলাঞ্জনা কিংবা রাজশ্রী- কৈশোরের দুরন্ত প্রেম থেকে শুরু করে বাধ্যকের বৃদ্ধাশ্রম- বাংলা গানের সব আবেগের সঙ্গেই মিশে আছে নচিকেতার কণ্ঠ। শুরুতে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে সব বয়সের শ্রোতাকে স্পর্শ করেছে তাঁর গান।
সাধারণ মানুষের মুখের চলিত ভাষার ব্যবহার করে তিনি নব্বইয়ের দশকে বাংলা সংগীতে জনপ্রিয়তা অর্জন করেন। বাংলা গানের প্রাচীন ধারণাকে পরিবর্তন করেছেন যারা, তাদের মধ্যে নচিকেতা অন্যতম।
গান গাওয়ার পাশাপাশি লেখেছেন কবিতা, ছোট গল্পও। করেছেন অভিনয় ও সংগীত পরিচালনা। ২৭ বছরের ক্যারিয়ারে রচনা করেছেন তিনশতরও বেশি গান, দিয়েছেন সুর। গান লেখার জন্য হয়েছেন সমালোচিত। জীবনমুখী বাংলা গানের বিশ্বসেরা এই শিল্পী হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন।
বাংলা সংগীতের কিংবদন্তি এই শিল্পীর আজ ৫৫ তম জন্মদিন। নচিকেতা চক্রবর্তীর জন্মদিনে বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা।