হারামি ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই দর্শকদের মাঝে আলোড়ন তুলেছে। একেবারে অন্য লুকে, অন্য মেজাজে ধরা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান। অপরাধ জগতের সঙ্গে যুক্ত এবং দলের লিডার হিসেবে ছবিতে দেখা যাচ্ছে অভিনেতাকে।
এক তরুণের জীবনের গল্প দিয়ে আবর্তিত ‘হারামি’র গল্প। নিজের পরিচিত দলের সঙ্গে মুম্বাইয়ের একাধিক রেল স্টেশনে পকেটমারির কাজ করে সে। কিন্তু পকেট মারের জীবন চায় না সে। চায় প্রেমিকার হাত ধরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে।
ছোট ছোট কিশোররা কীভাবে অপরাধ জগতের চোরাবালিতে ক্রমশ ডুবে যেতে থাকে তা তুলে ধরা হয়েছে ছবিতে।
আসন্ন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে শ্যাম মাদিরাজু পরিচালিত হারামি ছবিটি। সেখানে প্রিমিয়ারও হওয়ার কথা। এই ছবিতে ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে রিজওয়ান শেখ, দানশ্রী পাটেল, হর্ষ রাজেন্দ্র রানে, মনীশ মিশ্রসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি