জাহিদ হাসানের জন্ম ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে। ছোটবেলাতেই সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্য দলে যোগ দেন তিনি। শুরু হয় তার মঞ্চাভিনয়।
১৯৮৬ সালে আবদুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনার বলবান ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে হাসানের বড় পর্দায় অভিষেক। ১৯৯০ সালে টেলিভিশনে নিয়মিত অভিনয় শুরু করেন জাহিদ হাসান। জাহিদ হাসান অভিনীত প্রথম টেলিভিশন নাটক জীবন যেমন।
(ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)
প্রথম নাটকে অভিনয় করেই নির্মাতা ও দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন জাহিদ। ১৯৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত সমাপ্তি টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।
হুমায়ূন আহমেদ পরিচালিত নক্ষত্রের রাত, আজ রবিবার তাকে টেলিফিল্মগুলো তাঁকে নিয়ে আসে জনপ্রিয়তার শীর্ষে। হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি অনেক নাটক পরিচালনাও করেছেন জাহিদ হাসান। অসম্ভব গুণী ও জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের ৫৩ তম জন্মদিন আজ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি