‘রিহা’ শব্দের অর্থ মুক্তি। অরিজিতের নিজের লেখা ও সুর করা গানটির ভিডিও অ্যানিমেটেড। যেখানে একটি শিশুকে বাড়ির জানালা দিয়ে পাখা মেলে প্রজাপতি কিংবা ঘুড়ির মত উড়ে যেতে দেখা যায়।
লকডাউনে ছোট ছোট শিশুদের বাড়িতে আটকে দমবন্ধ হওয়ার অবস্থা হয়েছিল। বাড়িতে বন্দি থাকলেও কল্পনায় ভর দিয়ে তাদের মন ছুটে বেড়ায়, তাতে তো কোনও বাধা নেই। গানের কথার সঙ্গে সঙ্গতি রেখে গানটিতে এমনই দৃশ্যায়ন করেছেন মিউজিক ভিডিওর পরিচালক কোয়েল সিং।
তবে প্রতীকী অর্থে যেমন দৃশ্যায়ন করা হয়েছে তা থেকে গানটির মূল উপলব্ধিটা আরও গভীরে। অরিজিৎ সিং জানিয়েছেন, ‘রিহা’ হলো অজ্ঞানতা থেকে মুক্তির জন্য প্রার্থনা। সমগ্র মানবজাতির পক্ষ থেকে এই গান গাওয়া।
গানচিত্রটির গল্প রচনা ও পরিচালনা করেছেন অরিজিতের স্ত্রী কোয়েল সিং।
নিউজ ডেস্ক/বিজয় টিভি