সব প্রতীক্ষার অবসান এবার হয়েই গেল। অন্তর্জালে প্রকাশ পেল আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’।
প্রিয়জনের সব কিছুতেই থাকতে চায় তার ভালোবাসার মানুষটি। এবার সেই কথাগুলোকে নিয়েই প্রকাশ পেল ফারিয়ার এই গান। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৩০ হাজারেরও উপর।
যদিও করোনাভাইরাসের কারণে এই গানের ভিডিও প্রকাশ আটকে যায়। শেষমেষ গেল ৩০ সেপ্টেম্বর প্রকাশ পায় নায়িকা নুসরাত ফারিয়ার দ্বিতীয় এই গানের টিজার। চোখ ধাঁধানো টিজার দেখেই ধন্দে পড়ে যান ফারিয়া ভক্তরা।
২০১৮ সালের ২৬ এপ্রিল নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’র মিউজিক ভিডিও প্রকাশ পায় নেট দুনিয়ায়। আলোচনা ও সমালোচনা দুটিই হয় গানটি নিয়ে। তবে ভেতরে ভেতরে ফারিয়া তার দ্বিতীয় গানটির রেকর্ডিং শেষ করেন ২০২০ সালের শুরুর দিকে।
গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন কানাডার জনপ্রিয় র্যাপার-কম্পোজার মাস্টার ডি। সুর ও সংগীত করেছেন মাস্টার ডি নিজেই। ভারতের নৃত্য পরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।
১৪ অক্টোবর অন্তর্জালে প্রকাশ পায় এই গান। ভারতের রাজস্থানে এই ভিডিও ধারণ করা হয়েছে। গানটি প্রকাশের পর দর্শক ভক্তদের প্রশংসার প্রতিক্রিয়ায় ভাসছে নায়িকা ফারিয়ার গাওয়া পপ ঘরানার এই গান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি