অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল গুলজার পরিচালিত বিখ্যাত ‘আঙ্গুর’ সিনেমার রিমেক করতে যাচ্ছেন রোহিত। প্রথমে শাহরুখ কে নেয়ার কথা ভাবলেও তার শিডিউল মেলানো যায়নি।
সেজন্য তিনি বেছে নিয়েছেন রণভীর সিংকে। ইতিমধ্যে সিনেমাটির গল্প নিয়ে নায়ক ও পরিচালকের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। এছাড়াও এই ছবিতে নারী চরিত্রে জ্যাকুলিন ফার্নান্দেজ এবং পুজা হেজ অভিনয় করতে পারেন বলে জানা গেছে।
গুলজার জনপ্রিয় ‘আঙ্গুর’ সিনেমাটি নির্মাণ করেন ১৯৮২ সালে, শেক্সপিয়ারের কমেডি অফ ইরর থেকে অনুপ্রাণিত হয়ে।
গুলজারের সিনেমাটিতে সঞ্জীব কুমার ও দেবন ভারমা প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেই দুই চরিত্রে এবার একাই অভিনয় করবেন রণভীর সিং। অর্থাৎ তিনি এ ছবিকে দ্বৈত চরিত্রে কাজ করবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি