২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘গাঙচিল’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
গেল বছর ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে শুরু হয় ‘গাঙচিল’ সিনেমার শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুটিং শেষ হওয়ার কথা ছিল এই ছবিটির। ফেব্রুয়ারিতে সিনেমার কয়েকজন শিল্পী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ও মার্চে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় শুটিং।
চলতি বছরের ফেব্রুয়ারিতেই শুটিং শেষ হওয়ার কথা ছিল নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘গাঙচিল’ সিনেমার। কিন্তু সব মিলিয়ে ৬-৭ মাস আর কাজ করা সম্ভব হয়নি এই সিনেমার। অবশেষে শুরু হচ্ছে সিনেমার বাকি অংশের শুটিং।
নির্মাতা জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে আবারও ‘গাঙচিল’র শেষ অংশের শুটিং শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ‘বিএফডিসি’তে। ছবিটির টানা শুটিং চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি