দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা রণবীর সিং। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ের বান্দ্রা সংলগ্ন এলাকায়।
জানা যায়, এদিন রণবীর সিং সিনেমার ডাবিং সেরে তার মার্সিডিজ বেঞ্জ গাড়িটি নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় অভিনেতা রণবীরের শরীরে কোনও চোট লাগেনি।
এসময় তাকে দেখে রাস্তায় ভিড় জমে যায়। পাপারাৎজির ক্যামেরাবন্দি হন রণবীর সিং। তবে অভিনেতা অবশ্য বেশিক্ষণ রাস্তায় না দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রণবীর সিংকে দেখা যাবে কবীর খানের ‘৮৩’ ছবিতে। এই ছবিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি