জনপ্রিয় নায়ক আফরান নিশো এবার অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রে। ছবির নাম ‘মাইনক্যার চিপা’। তবে মজার ব্যাপারহল ছবিতে থাকছে না কোনও নারী বা নায়িকা চরিত্র !
ছবিটিতে নিশোর সঙ্গে অভিনয় করছেন শ্যামল মাওলা ও শরিফুল রাজ। ছবিটি পরিচালনা করছেন আবরার আতহার। আর ছবিটি প্রযোজনা করছে ভারতীয় প্রতিষ্ঠান জি-ফাইভ। ওয়েবের জন্য নির্মাণাধীন এই সিনেমার দৈর্ঘ্য হতে পারে ৪০ মিনিট।
তবে ছবিটি নিয়ে এখনই কেউ কথা বলতে পারবেন না বলে শর্ত জুড়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এ বিষয়ে নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও তথ্য দেননি।
তবে ছবির আর এক অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘অসাধারণ একটি কাজ হচ্ছে। মানিকগঞ্জ ও ঢাকায় মিলিয়ে টানা শুটিং হচ্ছে এখন। এর বেশি বলা নিষেধ আছে।’
চলতি সপ্তাহেই রাজধানীর বেশ কয়েকটি স্থানে চলছে এর দৃশ্যধারণ। এবং কাজটি খুব দ্রুতগতিতেই হচ্ছে। জি-ফাইভ অক্টোবরের মধ্যেই তাদের ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি ছবিটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি