করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়ার। গত ১২ অক্টোবর নমুনা পরীক্ষা করায় ফলাফল পজিটিভ পান এই অভিনেত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।
১১ অক্টোবর ‘নবাব এলএল.বি’ ছবির প্যাচওয়ার্কে অংশ নেন স্পর্শিয়া। রাতে বাসায় ফেরার পর থেকে অসুস্থ বোধ করেন তিনি। পরে ১২ অক্টোবর টেস্ট করালে করোনা পজিটিভ ফল আসে তার। এরপর চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন স্পর্শিয়া।
শাকিব খান-স্পর্শিয়ার সিনেমা ‘নবাব এলএল.বি’ ছবির শুটিং শেষ। এখন চলছে সম্পাদনার কাজ। ২৩ অক্টোবর আই থিয়েটার নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির ওয়েব ফিল্মে অভিষেক হতে যাচ্ছে শাকিব খান স্পর্শিয়া জুটির।
নিউজ ডেস্ক/বিজয় টিভি