ঘোষণা করা হলো নেটফ্লিক্সের ব্যনারে অ্যাডাম ম্যাকেয়ের নতুন ছবির শিল্পীর তালিকা। ‘ডন্ট লুক আপ’ নামের এই ছবিতে দেখা মিলবে হলিউডের এক ঝাঁক তারকার।
সম্প্রতি ডেডলাইন তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে এ ছবিতে অভিনয় করবেন অস্কারজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিও। তার সঙ্গে আরও দেখা যাবে নন্দিত দুই অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও জেনিফার লরেন্সকে।
এই ছবি আলোকিত করবেন কেট ব্লাঞ্চেট, জোনাহ হিল, হিমেশ প্যাটেল, টিমোথি চালামেট, আরিয়ানা গ্র্যান্ড, ম্যাথিউ পেরি এবং রব মরগানের মতো তারকারাও।
সিনেমাটির গল্প নির্মিত হচ্ছে দুই জ্যোতিবিজ্ঞানীকে সামনে রেখে। যারা গ্রহকে ধ্বংস করতে পারে এবং পৃথিবীর জন্য ক্ষতিকর এমন গ্রহাণু সম্পর্কে মানবজাতিকে সতর্ক করবেন। লিওনার্দো এখানে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করতে পারেন বলে জানা গেছে।
কেভিন মেসিকের সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন অ্যাডাম ম্যাকেকে। চলতি বছরের শেষের দিকে সিনেমার কাজটি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি