বাংলা সাহিত্যের পাতা থেকে বড়পর্দায় ‘মিতিন মাসি’ কে কিছুদিন আগেই তুলে এনেছেন পরিচালক অরিন্দম শীল। ওয়েব দুনিয়াতেও ‘মিতিন মাসি’র আগমনের কথা শোনা যাচ্ছিল। তবে তার আগেই ভারচুয়াল জগতে ‘দময়ন্তী’ র আগমন ঘটতে চলছে।
ট্রেলারে দেখা গেল দময়ন্তীর রহস্য সন্ধানের কিছু আগাম ঝলক। সেখানে কি নেই দর্শক টানার মতো! রহস্য তো আছেই, সঙ্গে প্রেম-যৌনতা, সম্পর্কের টানাপোড়েন গল্প আছে বোনাস হিসেবে।
আমি কিন্তু গোয়েন্দা নই। পেশায় যেহেতু ইতিহাসের অধ্যাপক। তাই একটু রহস্যের গন্ধ পেলে কৌতুহলী হয়ে পড়ি। এভাবেই নিজের পরিচয় দিলেন দময়ন্তী। দময়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন তুহিনা দাস।
ইতিহাসের শিক্ষিকা বলেই হয়তো একটু খুঁটিয়ে দেখার চোখ, আর সেখানেই রহস্যে বোনা জালের পাকানো জট খোলার নেশা তাঁর। ট্রেইলারে তাকে দেখা যাচ্ছে এক রহস্য সন্ধানের পিছু ছুটতে। সাথে তাকে সাহায্য করছেন তার স্বামী।
পুরুষ প্রধান এই ডিটেক্টিভ দুনিয়ায়, আরও এক মহিলা গোয়েন্দার গল্প- নেহাত মন্দ নয়। এই সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছেন পরমব্রত। তাঁর কথায়- ‘দীর্ঘদিন ধরে বাঙালি তো ফেলুদা, ব্যোমকেশ,কাকাবাবুদের গল্প দেখছেই। তবে এবার একজন মহিলাকে অপরাধ ও রহস্যের জট খুলতে দেখাটা বেশ ইন্টারেস্টিং হবে।
যৌথভাবে এটি পরিচালনা করেছেন অরিত্র সেন এবং রোহন ঘোষ। ২২ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পাবে সিরিজটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি