ঢাকাই ছবিতে নতুন জুটি হতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা দীঘি। ১৭ অক্টোবর একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিটির নাম ‘তুমি আছো তুমি নেই’। পরিচালনা করবেন দেলোয়ার জাহান ঝন্টু। জানা যায়, নভেম্বরে শুরু হবে ছবির শুটিং। ছবিটি পর্দায় আসবে ২০২১ সালে।
একসময় বিজ্ঞাপন বা বড় পর্দায় শিশুশিল্পীর ভূমিকায় দীঘির অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। একের পর এক অভিনয়ে জানান দিচ্ছিল, নায়িকা হওয়াটা শুধু সময়ের ব্যাপার। এরপর শাকিব খানের নায়িকা হিসেবেও তার নাম জড়িয়েছিল। তবে সেটা হয়নি।
চলতি বছর নবাগত শান্তর সঙ্গে পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চমকে দেন দীঘি। এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে। আর এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো তিনি চুটি বাধছেন নায়ক বাপ্পীর সঙ্গে। এদিকে বাপ্পি চৌধুরী এখন ব্যস্ত আছেন আশরাফ শিশিরের ‘৫৭০’ ছবির কাজ নিয়ে। এতে তাকে একজন সেনা সদস্য হিসেবে দেখা যাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি