বারফি ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেত্রি ইলিয়ানা ডি ক্রুজ। তার মিস্টি হাসির মাধ্যমে তিনি বলিউডেও বেশ জনপ্রিয়। এবার একটি নতুন সিনেমায় নাম লেখালেন তিনি।
নতুন এই ছবিতে তাকে রণদীপ হুদার বিপরীতে দেখা যাবে বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা। এখানে ভারতীয় নারীদের শরীরের রং নিয়ে উদ্ভূত সামাজিক সমস্যা ও সমাধানের গল্প বলা হবে।
ছবিতে ইলিয়ানার চরিত্রের নাম লাভলি। যাকে শরীরের রং নিয়ে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। বলবিন্দর সিং জানজুয়া এই সিনেমা দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন। ছবির গানগুলো তৈরি করবেন অমিত ত্রিবেদী এবং গানের কথা লিখেছেন ইরশাদ কামিল।
খুব শিগগিরই ভারতের বিভিন্ন স্থানে এ ছবির শুটিং করা হবে। আর ২০২১ সালে মুক্তি পাবে ইলিয়ানা ডি ক্রুজ অভিনীত ‘আনফেয়ার এন্ড লাভলি’।
নিউজ ডেস্ক/বিজয় টিভি