‘বাধাই হো’ এর সংশ্লিষ্ট কলাকুশলীরা কিছুদিন আগে ছবিটির দুই বছর পূর্তি উদযাপন করেছে। ওই দিনই সামাজিক মাধ্যমে দারুণ খবর দিলেন ছবির অভিনেতারা। রাজকুমার রাও ও ভূমি পেডনেকর অফিশিয়ালি ‘বাধাই হো’-র সিক্যুয়েলে যুক্ত হয়েছেন।
ইনস্টাগ্রামে একে অপরকে শুভেচ্ছা জানানোর ভঙ্গিতে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে খবরটি ভাগ করে নিয়েছেন দুই জন। সব কিছু ঠিক থাকলে ‘বাধাই দো’ ছবির শ্যুটিং শুরু হবে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে।
যে বয়সে ছেলের বিয়ে হয়ে সন্তান হওয়ার কথা সেই বয়সে আচমকা গর্ভবতী হয়ে পড়েন এক প্রৌঢ় নারী। এমনই গল্প নিয়ে ২০১৮ সালের অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল পরিচালক অমিত শর্মার ছবি ‘বাধাই হো’। আর সেই ছবির সিক্যুয়েল হিসেবেই ‘বাধাই দো’ তৈরি করা হবে।
বাধাই দো পরিচালনা করবেন হর্ষবর্ধন কুলকার্ণি। এবার রাজকুমার ও ভূমি জুটিকে নিয়ে কমেডির মোড়কেই নতুন কাহিনি দর্শকদের সামনে তুলে ধরবেন পরিচালক।
নিউজ ডেস্ক/বিজয় টিভি