করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে সচল হতে শুরু করেছে সিনেমা হল। দর্শক উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ তা প্রায় ভুল প্রমাণ করেছে। প্রথম সপ্তাহেই ছবির আয় প্রত্যাশা ছাড়িয়ে আয় করেছে ৫.৩ কোটি ডলার।
বই পড়ে কিংবা ১৯৯৮ সালে নির্মিত অ্যানিমেটেড ছবি ‘মুলান’। এবার পর্দায় আসছে ডিজনি নির্মিত পুরনো সেই অ্যানিমেটেড মুলান-এর লাইভ অ্যাকশন ছবি। ‘মুলান’ নামেই আসছে এটি। ২০ সেপ্টেম্বর ডিজনির ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পায় ছবিটি।
গেল ২৩ অক্টোবর দীর্ঘ সাত মাস পর আবারও সরব হয়ে উঠছে দেশের সবচেয়ে আধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। মাল্টিপ্লেক্সটির সব শাখায় একসঙ্গে হলিউডের দু’টি আলোচিত ছবি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ ও ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’ মুক্তি পাচ্ছে।
গেল ২২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহাবুবুর রহমান রুহেল। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে সিনেপ্লেক্সের সবগুলো শাখা চালু করছেন। হল চালুর প্রথম এক হাজার দর্শক অর্ধেক দামে টিকিট কেনার সুযোগ পাবেন।
শুধু তাই নয়। সিনেপ্লেক্সে দেখানো হবে ‘ন’ডরাই’ ছবিটিও। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম ছবি ‘ন ডরাই’ আগামী একমাস সিনেপ্লেক্সের সকল শাখায় অর্ধেক দামে টিকিট কিনে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
একই সাথে দেশীয় ছবি ‘ঊন পঞ্চাশ বাতাস’ও মুক্তি পেয়েছে ২৩ অক্টোবর। করোনা পরিস্থিতি বিবেচনায় মাল্টিপ্লেক্সটির প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকেট নেয়াকে উৎসাহিত করছে তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি