‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় আছেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সবশেষ পাওয়া খবর অনুযায়ী চিকিৎসায় একদমই সাড়া দিচ্ছেন না তিনি। গেল ২৪ ঘণ্টায় আরও নেমে গেছে তার প্লাটিলেটের সংখ্যা। গেল ২৫ অক্টোবর সৌমিত্রের স্বাস্থ্যের অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। তাকে ফের প্লাজমা থেরাপি দেয়া হতে পারে বলেও জানান তারা।
বর্ষীয়ান এই অভিনেতা কোমায় চলে গেছেন কিনা সে বিষয়ে চিকিৎসক জানিয়েছেন, আপাতত রোগীর বর্তমান অবস্থার মূল্যায়ন করছেন তারা।
তার চিকিৎসায় থাকা মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছেন, সৌমিত্রের স্নায়ুবিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে। চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছেন না তিনি। মেডিকেল বোর্ডের প্রধান অরিন্দম কর জানান, ৭২ ঘণ্টা আগে যেমন ছিল, তার থেকে চেতনা আরও কমে গেছে।
তার শারীরিক অবস্থা কোনদিকে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত নন তিনি। বিভিন্ন টেস্টের রিপোর্ট থেকে তাদের অনুমান কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে। আবার তিনি চিকিৎসায় সাড়া দেয়াও বন্ধ করে দিয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি