কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিয়েছেন আদালত। ২৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন। সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় টোকন ঠাকুরকে। এরপর তাকে হাজতখানায় রাখা হয়েছিল।
আসামিপক্ষের আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।
২৫ অক্টোবর রাতে নিউমার্কেট এলাকা থেকে টোকন ঠাকুরকে গ্রেফতার করে পুলিশ। টোকন ঠাকুর ২০১৩ সালে কথাশিল্পী শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান।
৩৫ লাখ সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি