তাকে কে না চেনেন! খল নায়ক হিসেবে যিনি তুমুল আলোচিত। তাসকিন রহমান। ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় তার আবির্ভাব। শুধু তাই নয়। ‘যদি একদিন’ ছবিতেও তিনি অভিনয় করেছেন খল নায়ক চরিত্রে। সেখানেও তার অভিনয় হয়েছে প্রশংসিত।
যদিও খলচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে ‘বয়ফ্রেন্ড’ ছবিতে নায়ক হিসেবে সামনে আসেন তাসকিন। করোনার বিরতি কাটিয়ে আবারও তিনি পর্দায় ফিরছেন নায়কের ভূমিকায়।
তাসকিন অভিনয় করছেন ওয়েব ফিল্ম ‘কর্পোরেট’-এ। ২৫ অক্টোবর ওয়েব ফিল্মটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তাসকিন। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা আঁচল।
ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন ফরিদুল হাসান। এরইমধ্যে তাসকিন ও নায়িকা আঁচলের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো তাসকিনের সঙ্গে জুটি বাঁধছেন আঁচল।
জানা গেছে, শিগগিরই ওয়েব ফিল্মটির শুটিং শুরু করা হবে। শহুরে গল্প উঠে আসবে ফিল্মটিতে। থাকবে কর্পোরেট জীবনের নানা ঘটনাও। ‘কর্পোরেট’ ওয়েব ফিল্মের লেখক ফেরারি ফরহাদ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি