দৃশ্যম ফিল্মসের সঙ্গে যৌথভাবে ক্রাইম থ্রিলার সিনেমাটি তৈরি করছে শাহরুখের সংস্থা। উত্তর ভারতের প্রেক্ষাপটে সাজানো কাহিনি। কাহিনির কেন্দ্রবিন্দুতে দুই তরুণ-তরুণী।
শাহরুখের প্রযোজনায় ছবি পরিচালনা করবেন শংকর রমন ।মুখ্য ভূমিকায় দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিক্রান্ত মাসি এবং ববি দেওলকে।
ছবির আনুষ্ঠানিক ঘোষণা সেরে রেড চিলিস জানায়-‘আমরা দারুণ এক্সাইটেড নিজেদের নতুন ছবির ঘোষণা করতে পেরে। লাভ হোস্টেল বলবে একটা উদ্যোমী তরুণ জুটির গল্প যাঁরা পালাচ্ছে।
উত্তর ভারতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবির গল্প। রক্তেমাখা প্রেমকাহিনির গল্প বলবে এই ছবি, যেখানে এক তরুণ প্রেমিক জুটির সম্পর্কের অন্তরায় সমাজ। সবকিছুকে পিছনে ফেলে তারা কি পারবে একসাথে হতে? এই গল্পই বলবে লাভ হোস্টেল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি