শচীন দেব বর্মণের জন্ম ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লায়৷ তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন তিনি। ১৯২০ খ্রিষ্টাব্দে কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। ১৯২২ খ্রিষ্টাব্দে ঐ কলেজ থেকে আইএ পাস করেন। এবং ১৯২৪ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ তে ভর্তি হন।
১৯৩৪ খ্রিষ্টাব্দে অল ইন্ডিয়ান মিউজিক কনফারেন্সে তিনি গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন শচিন দেব বর্মণ। ১৯৩৫ খ্রিষ্টাব্দে বেঙ্গল মিউজিক কনফারেন্সে ঠুমরি পেশ করে ওস্তাদ ফৈয়াজ খাঁকে মুগ্ধ করেছিলেন তিনি।
শুধু সংগীত শিল্পী হিসেবেই নয়, গীতিকার ও সংগীত পরিচালক হিসেবেও সফল তিনি। অসংখ্য বাংলা ও হিন্দি সিনেমায় সংগীত পরিচালনা করেছেন শচিন দেব বর্মণ।
তাঁর রচনা করা গানগুলোর মধ্যে শোন গো দখিন হাওয়া, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। আজ ৩১ অক্টোবর ভারতীয় সংগীতের কিংবদন্তি শচিন দেব বর্মণের ৪৫ তম প্রয়াণ দিবস।
নিউজ ডেস্ক/বিজয় টিভি