সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার ৪৭তম জন্মদিন আজ । ১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্ম ঐশ্বরিয়ার। বাবা কৃষ্ণরাজ রাই, একজন অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই, একজন লেখিকা।
দুই দশকের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারসহ জিতে নিয়েছেন অসংখ্য সম্মাননা। ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও।
তাকে বলা হয় ভারতের সর্বকালের অন্যতম সেরা তারকাদের একজন । একদিনে যেমন রূপ দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। অন্যদিকে অভিনয়েও রেখেছেন মেধার পরিচয় । তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন । অনেকের কাছেই তিনি স্বপ্নের নায়িকা।তাঁর সৌন্দর্য, মাধুর্য আর অসামান্য অভিনয় দক্ষতা চলচ্চিত্র অঙ্গনকে করেছে সমৃদ্ধ ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি