যেই সুন্দরবন প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে তার বিশাল বুক পেতে দিয়ে জনপদ বা লোকালয় রক্ষা করে, সেই সুন্দরবনের বুকেই তৈরি হয়েছিল ক্ষত। বাসা বেধেছিল দুর্ধর্ষ জলদস্যুর দল। এরকম পরিস্থিতিতে অভিযানে নামে র্যাব টাস্ক ফোর্স। র্যাবের একের পর এক অভিযানে ফেরারি জীবনের অবসান ঘটিয়ে আত্মসমর্পণ করে জলদস্যুরা।
সুন্দরবনে র্যাবের এই সাফল্যগাঁথা এবং সেই সময়ে সেখানকার মানুষের জীবন ও নির্যাতনের গল্প নিয়েই ছবি অপারেশন সুন্দরবন। এটি ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত দীপংকর দীপনের তৃতীয় সিনেমা ।
‘অপারেশন সুন্দরবন’ এর শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে। দুই ধাপে প্রায় ৩২ দিন শুটিং হয় ছবিটির। এরপর করোনার কারণে গত আট মাস আর কোন শুটিং হয়নি। ছবিটির পরিচালক জানিয়েছেন এখন চলছে ছবিটির শেষ ধাপের কাজ।
অপারেশন সুন্দরবন ছবিটিতে উঠে আসবে র্যাব বাহিনীর অভিযানের পেছনের গল্প। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ ছবিটিকে সমাজসংস্কারমূলক ছবি বলে আখ্যা দেন। চলচ্চিত্রটির লভ্যাংশ আত্মসমর্পণকৃত জলদস্যুদের পুনর্বাসনের ব্যবহার করা হবে বলে জানান তিনি।
এই ছবিটির গল্পে থাকবে সুন্দরবনের বন্য প্রাণী সংরক্ষণ নিয়েও কিছু অংশ। এছাড়া নির্মানেও ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক মানের প্রযুক্তি। শুটিংয়ে প্রায় শতাধিক অভিনয়শিল্পী অংশ নিয়েছেন। এর মধ্যে ৩০ জন র্যাব সদস্য। প্রায় ১ হাজার ৩০০ জন অভিনয়শিল্পী কাজ করেছেন ছবিটির পেছনে।
ছবিটির পরিচালক জানান এই ছবিটি শুধু অভিযানের গল্পই নয়, বিনোদনের সব উপাদান ই রয়েছে ছবিটিতে। তাই ছবিটি দেখলে দর্শকরা হতাশ হবেন না।
ছবিটিতে সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, রৌশান, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, সামিনা বাশারসহ আরো অনেকে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালের ২৬ মার্চে চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি