শীত এলেই রঙিন গাঁদার সৌন্দর্য জুড়ায় আমাদের চোখ। জানেন কি, গাঁদার ঔষধি গুণ ত্বকের যত্নেও অনন্য? গাঁদার নির্যাসকে কাজে লাগিয়ে পেতে পারেন কোমল ও উজ্জ্বল ত্বক। ত্বকের জ্বালাপোড়ার সমস্যাও কমাতে পারে উপকারী এই ফুল। প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ছাড়াও এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্ষতিগ্রস্থ ত্বকের কোষ নিরাময় এবং পুনর্জন্মে সাহায্য করে।
ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন গাঁদার নির্যাস?
গাঁদা ফুলের পাপড়ি সংগ্রহ করে শুকিয়ে নিন। জোজোবা অয়েল, অলিভ অয়েল অথবা সুইট আমন্ড অয়েলে ভিজিয়ে রাখুন শুকনা পাপড়ি। কয়েক সপ্তাহ পর পাপড়ি ছেঁকে আলাদা করে নিলেই তৈরি হয়ে যাবে গাঁদার ফেসিয়াল অয়েল। ত্বকের যত্নে এই তেল ম্যাসাজ করুন নিয়মিত।
ত্বক রুক্ষ হোক বা তৈলাক্ত, সব ধরনের ত্বকেই দারুণ কাজ করে গাঁদা ফুলের ফেস মাস্ক। এন্য গাঁদার পাপড়ি ভিজিয়ে রাখুন দই ও মধু দিয়ে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গাঁদার পাপড়ি পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে গোসল করে ফেলুন। ত্বক সতেজ হবে।
কিছু শুকনো গাঁদার পাপড়ি গুঁড়া করে নিন। এর সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। মসৃণ পেস্ট বানিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।